প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০০:০০
স্পেনের ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টিতে প্রথম বাংলাদেশী হিসেবে সদস্য পদ পেয়েছেন বেশ কজন। স্প্যানিস বা স্পেনে বৈধভাবে বসবাসকারী বিদেশি যেকোনো নাগরিক এই দলে অন্তর্ভুক্ত হতে পারেন। সোশ্যালিস্ট পার্টির সদস্য লোকমান হোসেনের নেতৃত্বে স্পেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মের একঝাঁক বাংলাদেশি স্পেনের মূলধারার রাজনীতি সোশ্যালিস্ট পার্টিতে যোগদানের মধ্য দিয়ে এই প্রথম প্রবাসী বাংলাদেশীদের ১৫ জনের এক প্রতিনিধি দল কাতালোনিয়া সংসদ ভবন পরিদর্শন করেন। সোশ্যালিস্ট পার্টির কাতালোনিয়া (পিএসসি) সংসদ সদস্য ফেরান পেড্রেট সার্বিকের তত্ত্বাবধানে মারিয়া কনেসা সংসদ ভবনের ভিতরে সফর সঙ্গী হিসেবে গাইড করেন। সংসদ সদস্য ফেরান পেড্রেট অত্যন্ত সুন্দর করে কাতালোনিয়া সংসদের অতীত ও বর্তমান ইতিহাস বর্ণসা করে বলেন, সিউদাদেলা পার্কে অবস্থিত এ ভবনটি ১৭১৬ সাল থেকে ১৭৪৮ সাল পযর্ন্ত ফ্লেমিশ বংশোদ্ভূত প্রকৌশলী জর্জ প্রসপার ভারবুম দ্বারা একটি সামরিক অস্ত্রাগার হিসেবে ডিজাইন করা হয়েছিল। সামরিক অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত ১৮ শতকের একটি ভবন ১৯৩২ সালে কাতালান সংসদ ভবনে রূপান্তরিত হয়েছিল। এটি একটি মজবুত নির্মাণ, যা ৫ হাজার মিটারেরও বেশি ভূপৃষ্ঠ জুড়ে একটি ক্রস আকারে দুটি কেন্দ্রীয় কাঠামোর সমন্বয়ে গঠিত, যা ফ্রাঙ্কোর একনায়কত্বের অধীনে চার দশক পরে ১৯৮০ সালে পুনরুদ্ধার করা হয়েছিল এবং ১৩৫ জন সংসদ সদস্য যারা প্রতিনিধিত্ব করেছিলেন তাদের জন্যে পুনর্র্নিমাণ করা হয়েছিল।
বাংলাদেশীদের ১৫ জনের প্রতিনিধি দলে যারা ছিলেন তারা হলেন : লোকমান হোসেন, শফিউল আলম, পার্থ দেব, গিয়াস উদ্দিন, শাব্বীর আহমদ দুলাল, শিপলু আহমেদ নিয়াজী, আলিম উদ্দিন, আব্দুর জব্বার খচরু, জহিরুল ইসলাম, মোঃ আবু বাকার মঞ্জু রাশিদ, ইজাজুল ইসলাম, জসিম উদ্দিন, সাদিয়ান আহমেদ, শাহাব উদ্দিন, তুতিউর রহমান ও আয়নুল হক। সবাই কাতালোনিয়া সংসদ ভবন পরিদর্শন করে না জানা অনেক কিছু অর্জন করার কথা উল্লেখ করেন।