রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০

মালয়েশিয়ায় অভিবাসন নিয়ম লঙ্ঘন : টানা ৫ দিনের অভিযানে বাংলাদেশিসহ ২১৬ বিদেশী গ্রেপ্তার

মালয়েশিয়ায় অভিবাসন নিয়ম লঙ্ঘন : টানা ৫ দিনের অভিযানে বাংলাদেশিসহ ২১৬ বিদেশী গ্রেপ্তার
আহমাদুল কবির, মালয়েশিয়া ॥

অভিবাসন নিয়ম লঙ্ঘনের দায়ে মালয়েশিয়ার সেরেম্বান রাজ্যের নেগ্রি সেম্বিলানে বাংলদেশিসহ ২১৬ বিদেশীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের অভিবাসন বিভাগ নেগ্রি সেম্বিলানে পাঁচ দিনের বিভিন্ন অভিযানে ১১ শিশু সহ ২১৬ বিদেশীকে গ্রেপ্তার করে।

রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক, কেনিথ তান আইক কিয়াং বলেছেন, ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া অপস সাবং ব্লিটজে ২১৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭১ জন নারী রয়েছেন। কিয়াং জানান, ৭৪ টি অভিযান চালানো হয়েছে, যার মধ্যে ৫০ টি অন্যান্য ১০ টি সংস্থার সাথে যৌথভাবে চালানো হয়।

৩০ অক্টোবর সোমবার কিয়াং এক বিবৃতিতে বলেছেন, টানা ৫ দিনের অভিযানে ১ হাজার ৫শ’ ৯৭ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সময় যাদের কোনো বৈধ কাগজপত্র নেই এবং বিভিন্ন অভিবাসন নিয়ম লঙ্ঘনের দায়ে ২১৬ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৪ বাংলাদেশিসহ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, নেপাল, পাকিস্তান, ভারত ও কম্বোডিয়ার নাগরিক রয়েছেন। গ্রেপ্তারকৃতদের ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) এবং ১৫(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর নিয়ম ৩৯ (বি)-এর অধীনে আরো অধিকতর তদন্তে তাদের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

বিবৃতিতে কিয়াং বলেন, বছরের শুরু থেকে ১১ অক্টোবর পর্যন্ত ইমিগ্রেশন নিলাই ৩ টি শপিং এলাকায়, আসবাবপত্র, কার্পেটের দোকান, খুচরা দোকান এবং অন্যান্য ব্যবসায়িক প্রাঙ্গণে বিদেশিদের বিরুদ্ধে ৩০টি অভিযান চালানো হয়েছে। এ সময় ১৮৪ জনের মধ্যে ৩১ জনকে অভিবাসন নিয়ম লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১৪ জন পাকিস্তানি, সাতজন বাংলাদেশি, পাঁচজন ইন্দোনেশিয়ান, তিনজন ভারতীয় এবং দুজন মিয়ানমারের নাগরিক। এ ছাড়া অভিযুক্ত করা হয়েছে তিনজন নিয়োগকর্তাকেও ।

কিয়াং বলেন, বিদেশীদের অভিবাসন বিধি এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে অনুরূপ অভিযান চালানো হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়