রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

হার্ড লাইনে ইতালির প্রধানমন্ত্রী
পলাশ রহমান, ভেনিস, ইতালি ॥

ইতালির আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। চুরি, ছিনতাই, মারামারি, মাদকসহ পতিতাবৃত্তি বৃদ্ধি পেয়েছে। সামাজিক নিরাপত্তা এতোটাই অবনতিতে পৌঁছেছে যে, তা এখন খুন খারাবি পর্যন্ত গড়িয়েছে। কোনো কোনো জায়গায় অপরাধীদের দ্বারা আইন শৃঙ্খলা রক্ষাকারীরাও আক্রমণের শিকার হয়েছেন।

স্থানীয় নাগরিকরা প্রায়ই অভিযোগ করেন, সন্ধ্যার পর তারা শহরের অনেক রাস্তা দিয়ে হাঁটতেও ভয় পান। আইনশৃঙ্খলার অবনতির জন্যে মোটা দাগে অভিবাসীদের দিকে আঙ্গুল তোলা হয়। অভিযোগের নিরপেক্ষতা তুলে ধরার জন্যে নির্দিষ্ট অনেক অপরাধ সামনে আনা হয়।

প্রধানমন্ত্রী যর্জা মেলোনির ডানপন্থী সরকার একটি নতুন আইন তৈরির মাধ্যমে অপরাধী অভিবাসীদের নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে। তারা বিশেষ করে অবৈধ অভিবাসীদের বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছে।

আইনের খসড়া প্রস্তাবে বলা হয়েছে, যারা নির্দিষ্ট কিছু অপরাধে জড়াবে এবং অবৈধ ভাবে ইতালিতে বসবাস করবে তাদের জেল-জরিমানাসহ নিজ দেশে ফেরৎ পাঠানো হবে।

ইতালিতে দীর্ঘ দিন যাবৎ বাংলাদেশি কম্যুনিটির সুনাম থাকলেও হালে বাংলাদেশিদের একটা অংশ নানা রকমের অপরাধে জড়িয়েছে। মাদক ব্যবসা, আমদানি, ধর্ষণ, মারামারি, ঘর ভাড়া, দোকান ভাড়া পরিশোধ না করাসহ নানা অপরাধে জড়ানোর কারণে ইতালিয় প্রশাসনের কাছে বাংলাদেশিদের সুনাম এখন অনেকটা মলিন। তাই সবাইকে সাবধানতার মধ্যে চলাফেরা করা উচিত। বিশেষ করে যাদের স্থানীয় ডকুমেন্ট নেই, তাদের স্পর্শকাতর এলাকাগুলো এভয়েড করা এবং ডকুমেন্টের জন্যে যে কোনো একটি আইনি প্রক্রিয়ার মধ্যে থাকা এবং অপরাধমূলক কাজ এড়িয়ে চলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়