প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০০:০০
দক্ষিণ আফ্রিকায় ‘কুমিল্লা কমিউনিটি অব আফ্রিকা’ নামের সংগঠনের আত্মপ্রকাশ
দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে কুমিল্লা কমিউনিটি অব আফ্রিকা নামের একটি অঞ্চলিক সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।
সম্প্রতি জোহানেসবার্গের ফোর্ডসবাগে একটি রেস্টুরেন্টে আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় হাসিবুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মুহাম্মদ হোসেন মান্নান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এজি মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন, দক্ষিণ আফ্রিকায় আমাদের ঐকবদ্ধভাবে চলতে হবে। তরুণ প্রজন্মের সাফল্যগুলো যোগাযোগ বাড়িয়ে আমাদের সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। প্রবাসে মিলেমিশে চললে সবাই ভালো থাকবো।
‘কুমিল্লা কমিউনিটি অব আফ্রিকা’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের সমর্থনে শাহাদত হোসেনকে সভাপতি ও মুহাম্মদ আব্দুল খালেককে সাধারণ সম্পাদক এবং মীর হোসেন মিরুকে সাংগঠনিক সম্পাদক করে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে ইমরান হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক পদে বাসু দেবনাথ, কোষাধ্যক্ষ পদে ইসমাইল হোসেন মোশারফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে সালেহ আহমেদ মিলন, সাংস্কৃতিক সম্পাদক পদে হাসিবুর রহমান শিপনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি শাহাদাত হোসেন বলেন, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের সাথে বিভিন্ন ধরনের অন্যায় ঘটে চলেছে। অপহরণ, দোকান দখল এবং সালিস বাণিজ্যে অতিষ্ঠ প্রবাসীরা। কুমিল্লাবাসী সহ বাংলাদেশিদের স্বার্থরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে এ সংগঠনের প্রথম কাজ। আপনারা যে যেখানে থাকেন না কেন, কোনো বিপদণ্ডআপদ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। কয়েক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো।
সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দ্লু খালেক শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের লক্ষ্য হাসিলে সবার ঐকবদ্ধ হয়ে কাজ করার সহযোগিতা কামনা করেন।