শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০০:০০

কলকাতায় এনআরবি ওয়ার্ল্ডের ছড়া উৎসব
প্রবাসীকণ্ঠ ডেস্ক ॥

বাংলা সাহিত্যের কিংবদন্তি শিশু সাহিত্যিক সুনির্মল বসুর ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় ছড়া উৎসব পালন করেছে এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরাম। সম্প্রতি কলকাতার তপন থিয়েটার মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুনির্মল বসুর সাহিত্য ও সৃষ্টি সমগ্র নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক, গবেষক সৈয়দ হাসমত জালাল। শুরুতে স্বরচিত ছড়া পাঠ করেন কবি ও ছড়াকার দেবাশিস চন্দ। এরপর ছড়া পাঠ করেন দীপ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, অলোক দাশগুপ্ত, দেবাশিস চন্দ, উৎপল কুমার ধারা, শুভ্রকান্তি ভট্টাচার্য, পবিত্র চট্টোপাধ্যায়, সুনীল করন, অংশুমান চক্রবর্তী, ড. মহঃ কুতুবুদ্দীন মোল্লা, অমর নস্কর, রবীন্দ্রনাথ সরকার, জুলি লাহিড়ী, শুভায়ুর রহমান, সুস্মিতা দে, সুপর্ণা কর্মকার প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ওমর আলী। তিনি বলেন, সুনির্মল বসু বাংলা সাহিত্যের একজন কিংবদন্তি। ছোট বেলা থেকেই আমরা তার ছড়া পড়ে বড় হয়েছি। শিশু সাহিত্যে তাঁর যে অবদান, সেটা নিয়ে খুব কমই আলোচনা হয়। বাংলা সাহিত্যে ছড়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা নতুন প্রজন্মকে ছড়া পাঠে আগ্রহী করতে চাই। ছড়াকারদের আরও বেশি বেশি ছড়া লেখায় উৎসাহিত করতে চাই। এজন্যে ছড়াকারসহ সকলের সহযোগিতা চাই।’

অনুষ্ঠানে আবৃত্তি করেন অনিতা ভট্টাচার্য, মহুয়া ঘোষ, অসীমা সরকার, কুহুকেকা রণসিংহ, ঋতুপর্ণা দে, মিথিলা মুখার্জী প্রমুখ। ছড়া গান পরিবেশন করেন ইরা সরকার রহি, রেবা হালদার, সঞ্জয় বসু, শিল্পী ঘোষ, বনশ্রী বোস, স্নিগ্ধা দাস, শিউলি গুহ বিশ্বাস, আভেরী চৌধুরী প্রমুখ। শ্রুতি নাটক করেন পার্থপ্রতিম চট্টোপাধ্যায় ও সর্বানী মাজী।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের দফতর সম্পাদক কবি সাহানারা খাতুন। তিনি বলেন, ‘আজ আমরা সবাই ছোটবেলায় ফিরে গেছি। ছোটবেলায় শেখা সুনির্মল বসুর ছড়াসহ অন্যান্য ছড়াকারদের ছড়া শুনছি। শিশুদের নিয়ে অনেক সুন্দর সুন্দর ছড়া আছে। আমাদের প্রাত্যহিক জীবনযাত্রা নিয়েও অনেক ছড়া আছে। আমাদেরকে আরও বেশি বেশি ছড়া পড়তে হবে।’ অনুষ্ঠানে শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য ছড়াকার দীপ মুখোপাধ্যায়কে শিশু সাহিত্যিক সুনির্মল বসু সম্মাননা জানানো হয়। এর আগে দীপ মুখোপাধ্যায়ের শিশু সাহিত্য নিয়ে আলোচনা করেন কবি বরুণ চক্রবর্তী। সঞ্চালনা করেন ছড়াকার শুভ্রকান্তি ভট্টাচার্য। শিশুদের অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি শ্রাবণী সেনগুপ্ত। অনুষ্ঠানে কলকাতা ও আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিশু বাচিক শিল্পী, শিশু নৃত্য শিল্পী ও প্রতিবন্ধী শিশুরা অংশগ্রহণ করে।

সারা বিশ্বের বাঙালিদের শিকড়ের সাথে যুক্ত করতে সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশের মাধ্যমে নিজেদের ভেতর সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে ১০ বছর আগে প্রতিষ্ঠিত হয় অনলাইন প্ল্যাটফর্ম এনআরবি ওয়ার্ল্ড ফেন্ডশিপ ফোরাম। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জাপান, ফ্রান্স, ইতালি, সুইডেন, পর্তুগাল, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সংগঠনটির সদস্য রয়েছে। তারা সারা বছর ধরে অনলাইনে অফলাইনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাহিত্য ও সংস্কৃতির চর্চা করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়