শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০০:০০

ফেনী ফোরাম জার্মানির ঈদ পুনর্মিলনী
হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে ॥

ফেনী ফোরাম জার্মানির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জার্মানির বাড মির্জেন্টহাইম শহরের এই অনুষ্ঠানে দেশটির বিভিন্ন শহরে বসবাসরত ফেনী জেলার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

এবারের আয়োজনে এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শহীদ উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদ উদ্দিন, রেজা হক সিজার, তাহের মোহাম্মদ, শওকত মজুমদার, মন্জুরুল হাই লেনিন, সৈয়দ ওমর ফারুক, বেলাল হোসেন, জালাল উদ্দিন শহীদ, পিনক নাহিয়ান, আবদুর রহিম কাউসার সহ সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন। দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে আনন্দে মেতে উঠেছিলেন অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিরা। এ সময় একে অপরের সঙ্গে দীর্ঘদিনের জমানো খোশগল্পে মেতে উঠেন।

ফেনী ফোরাম জার্মানির সংগঠকরা জানিয়েছেন, জার্মানিতে ফেনী জেলা থেকে আগত প্রবাসীরা মিলেমিশে থাকতে বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে ফেনী ও বাংলাদেশকে তুলে ধরতেই ঈদ পরবর্তী এই মিলনমেলার আয়োজন করেছেন।

প্রবাসের শত ব্যস্ততার মাঝেও এই সংগঠন সবাইকে ঐক্যবদ্ধ রাখবে। একই সঙ্গে দেশীয় সংস্কৃতিকে বুকে ধারণ করে দূর প্রবাসে ঐক্যবদ্ধভাবে চলাই হবে সংগঠনটির মূল লক্ষ্য- এমনটাই জানিয়েছেন ফেনী ফোরাম জার্মানির সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়