প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০০:০০
ইতালির ভেনিসে বসবাসরত ভৈরববাসীকে সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে গঠিত ভৈরব পরিষদ ভেনিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল হকের সভাপতিত্বে কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা মোবারক হোসাইন ও প্রধান পৃষ্ঠপোষক রহমতুল্লাহ মাস্টার কমিটি ঘোষণা করেন। সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদকে সভাপতি ও সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল রাশিদ ভূইয়া কে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও ১নং সম্মানিত সদস্য তোষণ খান, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান, সহ-সভাপতি রাজিবুল হাসান, অর্থ সম্পাদক আজিজুল হক সহ ১২৬জন সদস্য রয়েছেন পূর্ণাঙ্গ কমিটিতে। কমিটি গঠনকালে নেতৃবৃন্দ জানান, এই সংগঠনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক পুনঃস্থাপনের পাশাপাশি নিজেদেরকে নতুন করে এক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করা হবে। এই সময় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।