প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ০০:০০
অনলাইন ডেস্ক
মৃত্তিকার বুকে সমর্পিত জীবন-
এ যেনো নমিত আকাশ
মগ্ন-নির্জন হয়ে আছে
নিয়তির ঊর্ধ্বে উঠতে পারে না
তবুও ব্যথার উপশম চায়-
এখানে-সেখানে শোরগোল তুলে।
পেরুতে পারে না অনল জ্বালা-
সম্মুখের অন্ধকার-
যেনো বৃত্তে বন্দী পাখি
ঝাপটাতে ঝাপটাতে সুদূরে মিলিয়ে যায়।
পরিণাম ভেবেও-
সমস্ত সম্মোহন জাগিয়ে রাখতে চায়
ছলেবলে-ভ্রান্তিতে-
এ যেনো ফলবান বৃক্ষ
বেদনার উপসর্গ হাতে রেখে
খসে পড়ে এক একটা দিন রাত।