প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
শব্দগুলো শুধুই আপেক্ষিক
রাগ অনুরাগ বিরাগ
মুমূর্ষু মুহূর্তও অতিমাত্রীয় জেদের কাছে হার মানলে
অঙ্কিত হয় প্রেমের প্রকৃত-স্কেচ
সেবার জীবনাননন্দ মেলায় প্রথম পরিচয়েই
ঘটনার অপ্রাসঙ্গিকতায় কেঁদেছিলাম
আজ প্রাসঙ্গিক প্রেক্ষাপটকেও
প্রহসন মনে হয়-কান্নাতো মেঘের যাত্রী
তুমি কাউকে চাইতে
আমিও
তবু দুজনই একা
প্রত্যেকের ভাঙা অনুভবগুলো
মহাজাগতিক বিস্ফোরণের মতো
বিস্ফোরিত হয় বিশাল শূন্যতায়
এরপর একেকটি প্রহর
মুহূর্ত
এবং দীর্ঘ সময়
উৎপাদক বিশ্লেষণের কমন অনুভবগুলো
সন্ধান পায় কোনো অনুকূলগ্রহের
ক্যালরিমিতির সূত্র না বুঝেই
ছড়িয়ে পড়ে দুজনের মাঝে
ভীষণ উত্তাপ
সে উত্তাপের প্রশ্বাস পৃথিবী পেলে
সমস্ত অরণ্য ছাই হয়ে যেত
পৃথিবী থেকে পালাতো
আগুন নামক দাহ্য
জানোতো-
ভালোবাসাই মানুষকে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দেয়
অতিবাস্তব সভ্যতায় প্রাসাদ কুঁড়েঘর
তারপর অবতার হয়ে অঙ্কুর গ্রহে গ্রহে...