প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
ছোঁব বলে কবিতা যতো এগিয়েছে
কবিতা হয়েছে দিগন্ত।
ছুঁয়েছি নীলগিরির মেঘ
নীলকণ্ঠে কাঁপে সাতরঙ
বৃষ্টি সেচা জ্যোৎস্না
এবঙ হলুদ, সোনালুর
কবিতা... বহুদূর...
এই খরা মৌসুমে তাই কথা দিচ্ছি
কখনো কবিতা লিখবো না আর
কবিতা এবঙ আমার দূরত্ব শূন্য।