রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

প্রকৃত প্রেম লোকোত্তর অঙ্গীকার
অনলাইন ডেস্ক

দূরত্ব যত বাড়ে নৈকট্য তত গাঢ় হতে থাকে

প্রগাঢ় হয়ে ওঠে প্রীতির নির্যাস প্রেমের রসায়ন

দূরে থাকা সূর্য যেমন সহনীয়, বহনীয়, রমণীয়

তেমনি নিকটের তীব্র প্রেমও দূরত্বেই হয়ে ওঠে স্নিগ্ধ

প্রেমের পূর্ণিমা তখন জোছনা বিলায় রাতের আকাশে

নক্ষত্রখচিত অন্ধকার হয়ে ওঠে অনুরাগের ছায়াবাণী।

দূরত্বে ছুটে চলা প্রেম নদীর কলতানের মতো

জোয়ারে ভাসায় না, ভাটায় মরে না, প্রবাহে স্রোতস্বিনী

ললিত সৌন্দর্যে শাশ্বত নান্দনিকতায় হয় মহাকাব্যিক

দৈনন্দিনতা গ্রাসে না, নাশ হয় না আটপ্রোঢ়ে অভাবে

বিরহের পুষ্টিতে প্রেমের বীরুৎ নির্বিবাদে মহীরুহ হয়

দূরত্বের প্রেম দশতলা ভিত্তির পিলারের মতো দৃঢ়।

যে তুমি জ্যোতির্ময় কখনো প্রকটিত করো নিজেকে

নক্ষত্রের বিভায় মহাকাশের রূপবতী বাসিন্দার মতো

তাতেই সুপ্ত সুন্দর গুণ্ঠনহীন চোখে মাখে অমল আলো

মন যার আকাশ ঘর তার কারাগারই বটে

অনুরাগ ঘরহীন তবু অনিকেত নয়, অনুরাগ অনির্বাণ

দূরের নৈকট্যে প্রেম বহতা বাতাস, ছুঁয়ে যায় নিঃশ^াসে।

উত্তুঙ্গ প্রেমে উত্থান নেই, পতনোন্মুখ, অনিবার্য কদর্যতা

আবেগঘন অনুরাগ হারায় জিজ্ঞাসা, নির্মাণ-ঋদ্ধি

পিপাসাহীন, তৃষ্ণাহীন প্রেম মৃতপ্রায়, অবক্ষয়ে লীন

দূরত্বের প্রেমে নৈকট্যের পিপাসা প্রবল, নিকটে টানার আকর্ষণ ও তীব্র

প্রেমে পার্থিবতা সাগরের মীনকে অ্যাকুয়ারিয়ামে আটকের মতো নির্মম

প্রকৃত প্রেম মুক্তির বাহন, প্রকৃত প্রেমে শক্তির উদ্বোধন ঘটে, প্রকৃত প্রেম আত্মজয়ী

দূরত্বের প্রেম অবিনশ্বর, যে প্রেমে ইষ্ট ও ভক্তের বাঁধন সে প্রেমই বর্ধিষ্ণু।

দূরত্বের প্রেম মোহ কাটায়, বোধের পূর্ণতা আনে, জাগায় সমীহ

দূরত্বের প্রেম আকাশে ওড়ানো ফানুস, আলোর বাতিঘর, কেবলই ওপরে ওঠে

হাতে নিলে জ্বলে যায়, পুড়ে যায়, পুড়িয়ে দেয়, পরিমাপে ঘাটতি হয়

তুমি অপ্রকট বলেই জ্যোতি স্নিগ্ধ, দৃষ্টি সহনীয়, উদ্দামতাহীন

প্রেম যত দূরগামী হয় তত প্রেম ধ্রুব হয়ে ওঠে, প্রেম হয়ে ওঠে লোকোত্তর

দেহান্তরিত প্রেম হয়ে ওঠে পরজনমে সাক্ষাতের অলিখিত অঙ্গীকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়