প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অর্থহীন নীল পিপাসা

জীবন বৃক্ষ পত্রের মতো অথবা প্রবাহিত নদী
হাওয়ায় উড়ায় দূরে কিংবা জলে ওঠে ঢেউ
চেনা জানা কতো মুখ চোখাচোখি হয় কতোবার
তারপরও অসম্ভব হেয়ালি অনৃত আঁধার ঠেলে
জেগে উঠি দূরে, শিশিরিত অশ্রু বিন্দু
যখোন যায় ঝরে রাত্রির বুক ভেঙে, টের পাই
ডানা মেলে উড়ে যায় নিশাচর।
যখোন অপেক্ষা করো লীয়মান পথে
হয় না তোমাকে লেখা ছাই ভস্ম কিছু
সাহস হারিয়ে,গভীর দখিন দুয়ার রাখি খুলে
জানালার নিবিড় নির্জনে লুকানো বিহঙ্গের নীড়
জ্যৈষ্ঠের বটের পাশে, রটে যায় কতো প্রেম।
একটি জীবন তবু অর্থ হীন কতো নীল পিপাসা!
কতোটা সুদীর্ঘ পথ ভেঙে যেখানে দাঁড়িয়ে আজ
সেখানে জীবন বৃক্ষ পত্রশূন্য শীর্ণ সবুজে দোলে
তব্ওু অরুণিত ঊষা, গরীয়ান হয়ে অতলে যেতে যেতে
তোমার কণ্ঠে তুলে দিয়ে যাই আমার কবিতা
অনন্তে উড়ে যেতে যেতে জীবন প্রবাহের ফুরফুরে ভোরে।
৩১ মে ২০২৪, ঢাকা, ১৮ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল,১৪৩১বঙ্গাব্দ