প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নাইবা কথা হোক
অনলাইন ডেস্ক

মাঝে মাঝে নাইবা কথা হোক
কুয়াশায় হারাক না হয় নদী
কালো মেঘে ভাসুক কালো চোখ
ফল্গু হয়ে ওঠে সেও যদি।
মুখ লুকিয়ে থাকলো না হয় খেদ
তোমার জগৎ না হয় অনেক দূরে
ভেঙে চুরে বাড়েই যদি ভেদ
তবুও আমি মুগ্ধ তোমার সুরে।
মনটা আমার সন্ধ্যানদীর পাশে
মাথার উপর শুভ্র মেঘের ঘর
চোখ জুড়ানো কোমল সবুজ ঘাসে
ক্ষীণ জীবীর মাঝে যে ঈশ্বর।
২১ জুন, ২০২৪, ঢাকা, ৭ আষাঢ় ১৪৩১ বর্ষাকাল।