প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নিরুদ্দেশ ইচ্ছে

নিরুদ্দেশ হওয়ার খুব ইচ্ছে ছিলো
কিন্তু হওয়া হলো না
সুতো ছিঁড়ে হাওয়ায় ঘুড়ি উড়ে গেলে
শৈশবে মনে হতো এই বুঝি ঠিকানাবিহীন গন্তব্য।
ছড়িয়ে ছিটিয়ে যাওয়া কথা
অনায়াসে ছোঁয়া সুনীল আকাশ
মেঘলোক,কল্পনার ছায়া জালে ছোয়া মাটি
টুকরো টুকরো শৈশব, জলের তলের কাদা মাটি।
জন্ম থেকে যেন ভাসি আকাশ গঙ্গায়
নীল ছায়া বিস্তৃত জীবনের বেলাভূমে
কাঁধ থেকে মাথা-মাথা থেকে নিম্নভূমি
পৃথিবীর ফুসফুস নষ্ট করেছে যে নগরী
সেখানেই থাকি নির্বাসনে
মস্তিষ্কের কোষে আছে লতাগুল্ম, কতো নদী, সাগর
জোনাক পোকার হাট, তোমার মুখের ছবি
অরণ্যের গাঢ় নিস্তব্ধতায় যেতে যেতে, নিরুদ্দেশ হই।
নিরুদ্দেশ হতে খুব সাহস দরকার
সাহসের প্রয়োজন সুন্দর হতে
সাহস দরকার ভালো বাসতে
সাহসী হতে হয় আন্দোলনে
সাহস দরকার তাকে পেতে
যিনি আছেন সমগ্র চরাচরে
আর অরণ্যের প্রগাঢ় নিস্তব্ধতায়।
৪ জুলাই ১২০২৪,২০ আষাঢ় ১৪৩১, বর্ষাকাল।