মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

হৃদয়ের শব্দ শুনি

অনলাইন ডেস্ক
হৃদয়ের শব্দ শুনি

আমি আর পারি না লিখতে

বুকের বোতাম খুলে হৃদয়ের শব্দ শুনি

পৃথিবীর রোদে এখোন কী ভয়ংকর বারুদ

সুন্দরী রাত্রি ও ম্লান হয়ে পড়ে থাকে একা।

রাজপথে যতিহীন শ্লোগান, উত্তাল জনরব

ধ্বংসের ধ্বনি, মৃত্যু, কী বীভৎস লুপ্তির শব্দ,

জাগে মানুষ ক্ষণকাল মহা পৃথিবীর বুকে,

নিজের শত্রু হয়ে নিজের ভিতরে, আত্ম বঞ্চনা

সৃষ্টির আলোয় সে অশান্তির ভিক্ষা মাগে ।

সাদা মাটি লাল হয়, কতো তপ্ত দীর্ঘশ্বাস

কি আর আছে বলো যে খুঁজে দেই বারবার

প্রিয় জন্মভূমি, যেন ভালো নেই তুমি মা

সুগন্ধি নারী কি নেবে বলো তুমি ফুলের বদলে?

শ্রাবণ বাতাস লাগে বুকে, মুখ ছুঁয়ে যায় বৃষ্টি

চোখ নাক দেহ মন খুলে যেন অপেক্ষা করি

শ্যামল বৃক্ষের নীল নিচে

ঠিক পড়ে থাকে যেন একটি লাল দুঃখ কুসুম ।

৩ জুলাই ২০২৪, ঢাকা, ১৯ শ্রাবণ ১৪৩১ বরষা কাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়