মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মিশরে ঈদে মিলাদুন্নবীর ঐতিহ্য ‘আরুসাত-আল-মোলিদ’ : জন্মদিনের পুতুল
  •   'বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য'
  •   চাঁদপুরের ২৪তম পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব
  •   ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা
  •   ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০০:০০

সত্য চিরদিন সুন্দর

সন্তোষ দাস মনা

অনলাইন ডেস্ক
সত্য চিরদিন সুন্দর

মানুষের সাথে আনন্দটা ভাগ কইরা নিয়েন, দুঃখটা জানতে দিয়েন না, তাইলে আপনি সুন্দর মানুষ।

এতো মানুষ দেখেন, ক’জন আপনার আপন?

আপনার মনটা ভালো হইলেও আপনি একজন রাগী মানুষ, এটা আপনার অপরাধ!

আপনি বিশ্বাস করেন সরল মনে, এটাও আপনার অপরাধ!

আপনি সত্যের পথে একা দাঁড়িয়ে আছেন, দেখবেন সব মিথ্যা আপনার বিরুদ্ধে,

একত্রে হুক্কাহুয়া শুরু করেছে!

আপনি অপরাধের কাঠগড়ায় দাঁড়াবেন, যদি কারো কাছে কিছু আশা করেন।

এই সংসারে আশাই একমাত্র বিবিধ দুঃখের কারণ।

মানবজাতির জাতীয় শিক্ষক হচ্ছে সময়। এই সময়কে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, সময় আপনাকে নিয়ন্ত্রণ করবে।

আপনি হয়তো ভুলে গেছেন, কর্মফল পশুর জীবনে ঘটে না, মানুষের জীবনে ঘটে।

মন বড়ো ব্যথিত, কারো কাছে প্রকাশ করতে যাবেন না। কারণ, আপনার মনের ব্যথা সারানোর ঔষধ মানুষের কাছে নেই। মন ভালো রাখার প্রধান দাওয়াই হল নিজেকে ব্যস্ত রাখা। আর তাছাড়া ক’জনা আপনার আপন, যে আপনার মনকে বুঝবে, কেউ বুঝবে না, কারো দায় নেই। আপনি আলোকিত হন, এমনিতেই আপনার চারপাশ আলোকিত হবে।

দুঃসময়ে নিজের ওপর বিশ্বাস রাখুন, আপনার পরিস্থিতি পর্যবেক্ষণ করুন, ইতিবাচক কর্ম করে যান, সময় আপনাকে ঐশ্বর্য দিক বা না দিক স্বস্তি দিবে, যা মানুষের কাছ থেকে আশা করা যায় না।

‘মন রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক

সত্য রে লও সহজে’

-রবীন্দ্রনাথ ঠাকুর।

বাস্তবতা হলো, আপনি আপনার আপন হয়ে উঠুন, জীর্ণ সম্পর্ক টেনে বেড়াবেন না। যে আপনাকে ভুলে যেতে চায়, তাকে ভুলে যেতে দিন।

মনে রাখবেন, ব্যস্ততা একটি অজুহাত, আপনার দুঃসময়ে যে কাছের মানুষটি আপনাকে ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে চলতে চায়, সে কোনোদিন আপনার কাছের মানুষ ছিলো না।

ভুলে গেলে চলবে না যে, আপনি একজন মানুষ। মানুষ তার মস্তিষ্কের চিন্তাশক্তি ৫% ব্যয় করলে ভালো থাকে। আপনার মেধা জ্ঞান ব্যয় করুন, দুঃসময় পাশ কাটিয়ে চলে যাবে। কর্মকে উপভোগ করুন, কর্ম আপনাকে দুর্ভাবনা থেকে মুক্তি দেবে। আত্মমর্যাদাশীলতা আত্মবিশ্বাসের শক্তি যোগায়, সম্মান এনে দেয়। কোনো কর্মকে ছোট করে দেখতে নেই।

আমাদের পার্থিব জীবনে নাটকীয়তা থাকবে, প্রবঞ্চনা থাকবে। তবে দুঃখ যখন আপনি তৈরি করেছেন, সুখও আপনাকে তৈরি করে নিতে হবে।

জীবনে ভুল না করলে কেউ সঠিক পথের সন্ধান পায় না।

অহঙ্কার জেঁকে বসলে বিনয়ী হওয়া যায় না। মানুষের পরিচয় তার কর্মে। উদারতা নৈতিকতা মানবিকতা সঠিক সমন্বয় করে চলতে পারলে আপনি আলোকিত মানুষ।

বাবা বটগাছ, বেঁচে থাকা অব্দি আপনাকে দিবে শীতল ছায়া। আগলে রাখবে ঝড় থেকে, আর মায়ের আঁচল হলো পৃথিবীর সবচাইতে বড়ো নিরাপদ স্থান। কোনো বিপদ আপনাকে স্পর্শ হতে দেবে না।

গুরুজনে শ্রদ্ধা রাখুন, পরিবারকে ভালোবাসুন। ফ্যামিলি বন্ডিং সুখে থাকার জন্যে অনেক বেশি জরুরি।

হতাশা হলো এক প্রকার অন্ধকার

তাকে না বলুন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।

রচনাকাল : ১৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়