প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০০:০০
মুহাম্মদ জাকির হোসেনের কবিতা
অত কিছু চাইনি কখনো

(উৎসর্গ : এ কে এম মাহাবুবুর রহমান প্রিয়ভাজনেষু;
জনহিতৈষী চিকিৎসক ও মানুষ)
কাঁচা বাঁশে ঘুণে ধরার মতোই
আমিও ছিলাম ঘুণপোকা অ্যাপিসোডে; তবু
আশার বিরুদ্ধেও মানুষ আশা করে জেনে
আমিও বুনেছি স্বপ্নকাঁথা; করেছি সীবন-সূচিকর্ম
ভাসিয়েছি ইচ্ছেভেলা
চাইনি দামি বাড়ি, ফবি ক্যাট্সের মতো নারী
রোলেক্স ঘড়ি রোলস রয়েস গাড়ি;
মেসি-নেইমারের মতো প্রডিজি হতে
ফেসবুকে ভাইরাল হয়ে
নিজেকে ছড়াতে ছাড়াতে চেয়েছি কি?
চেয়েছি, ক্ষুদ্র আবাসন; স্বস্তি-সদন
সুলভ মূল্যে কিছু ভাত-কাপড়
কষ্টের তৈজসে পাওয়া যাপিত জীবন
চেয়েছি, মধ্যবিত্ত পোশাক, জুতো
মাঝারি প্রেম, সুখ-সুস্থতা স্বাধীনতা
আর চেয়েছি, ওপারে যেন থাকি ভালো
খুঁজে পাই সেই তাজালি ও আলো।
মুহাম্মদ জাকির হোসেন : কবি। প্রথম আলোর সিনিয়র সাংবাদিক।
মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের
সহকারী অধ্যাপক।
৩১৯, দক্ষিণ কলাদী
মতলব দক্ষিণ, চাঁদপুর
২৬ জুন ২০২৪খ্রি.