শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০০:০০

এক মুঠো ভাত দে

মোঃ জুয়েল হাওলাদার
এক মুঠো ভাত দে

শিশির সিক্ত মেঠো পথ মাড়িয়ে

ঐ দূরের সীমানায়

তোমার পায়ের ছাপে আঁকা

হৃদয়ের গভীরে ভালবাসার মানচিত্র।

তির্যক নয়নে বার বার-বহুবার

দেখেছি তোমারে

দেখেছি শীতার্ত আর বিবস্ত্র ভোরের কুয়াশায়

সাহস হয়নি কভু না বলা কথা বলার।

ভীরু কাপুরষের মত চেয়ে দেখেছি

পুষ্পরেণুর সাথে প্রজাপতির সঙ্গম

রঙিন স্বপ্ন ধূসর হয়ে ঠাঁই নিয়েছে

শিশুর বর্ণমালার আঁকি-বুকির খাতায়।

সেই শতাব্দীর শীতলক্ষ্যায়

আজো বাতাসে ঢেউয়েরা খেলা করে

বুক পেতে রই, কান পেতে শুনি

তুমি এসেছিলে অলক্ষ্যের ধারায়।

এখনো আমি দিন গুণি বুভুক্ষুর যন্ত্রণায়

মৃত্যু দিয়ে জীবনকে বেঁধে রেখেছি

কখনো বলিনি এক মুঠো ভাত দে

শুধু বৃথাই খোদাই করেছি পাথরের দেয়ালে

যত্নে গড়া ভালবাসার মানচিত্রটিকে।

মোঃ জুয়েল হাওলাদার : প্রধান শিক্ষক, ১নং আর. ডি. এন. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলিয়া, খুলনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়