প্রকাশ : ১৪ মে ২০২৪, ০০:০০
মুহাম্মদ জাকির হোসেনের দুটি কবিতা
রঙলাগা মনুষ্য
নাম তার রঙধনু বলে
জন্মগত ব্যাকরণেই সে বহুরঙা
তুমি তো মোটেও রঙধনু নও; তবু
কাতান শাড়ির মতো
কেনো হতে চাও বহুরঙে রঙিলা
রঙের রাঙা দাপটে
রঙবাজ হওয়া তোমার কি মানায়
ইতিহাসে যায়?
-----
বোধগম্যতার সমীকরণ
আলো থেকে অন্ধকারে
অন্ধকার থেকে আলোয়
অকস্মাৎ ঢুকে গেলে
আলো-অন্ধকারের অস্তিত্ব
বোঝা দায়
জীবনে জীবনে এত বোঝাপড়া
তবু মৃত্যুর বোঝাপড়াই দীর্ঘ
জীবনে মানুষ যতটুকু বাঁচে
তার চেয়েও বেশি বাঁচে মৃত্যুতে
হ্রস্ব জীবন এভাবে বুঝে নেয়
দীর্ঘ মৃত্যু
ভালো করে কিছু বুঝতে হলে
বুঝতে হয় অধিকরণে, থেকে থেকে
জেঁকে জেঁকে...
মুহাম্মদ জাকির হোসেন: কবি ও লেখক।
মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের
সহকারী অধ্যাপক। প্রথম আলোর সাংবাদিক।