প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
ইসতিসকার নামাজ

বড় আশা নিয়ে মনে
বসে খোলা ময়দানে
কণ্ঠে তুলে কান্নার আওয়াজ
পড়ছে সবাই ইসতিসকার নামাজ।
আজি সব গুনাহগার
পড়ে তওবা, ইস্তেগফার
মহান আল্লাহর দরবারে
ফরিয়াদ জানায় বারে বার।
রহমতের বৃষ্টির লাগিয়া
হাত দুটি তুলিয়া
ভিক্ষা চাহে বারে বারে
মহান আল্লাহর দরবারে।
ওগো দয়াময়, রাহমানুর রাহিম
তোমার দয়া অশেষ অসীম
মোরা অসহায়, নিরূপায়
দয়া করো, হও মোদের সহায়।
দাবদাহ তুলে নাও
রহমতের বারি ঢেলে দাও
তপ্ত জমিন সিক্ত করো বৃষ্টিতে
দয়া করে বাঁচাও তোমার সৃষ্টিকে।
বন্ধ করো তপ্ত হওয়া
শীতল করো আবহাওয়া
দান করো রহমতের বৃষ্টি
কুল মাকলুকাতে দাও ফিরিয়ে স্বস্তি।
মহান আল্লাহ তায়ালা
পরম দয়ালু দাতা, পরম ক্ষমাশীল
ক্ষমা করা আপনার অতি পছন্দ
অনুগ্রহ করে আমাদেরকে ক্ষমা করুন
দয়া করে কবুল করুন মোদের ফরিয়াদ
দান করুন রহমতের বৃষ্টিপাত।
আমীন ছুম্মা আমীন
ইয়া রাব্বুল আলামীন।