প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০
দেবদাস কর্মকারের কবিতা
সমুদ্রের কাছে এসে
নীল ছুঁয়ে ছুঁয়ে নেমেছে আকাশ জলে
রৌদ্র ঝিলিক, সমুদ্রের কলরোল মেশে দূরে
মধ্যাহ্ন শেষে ক্লান্ত শরীরকে যায় বেদনার পথে
জানালায় চোখ রেখে দেখি ঢেউয়ের উল্লাস
মেঘ বাতাসে উড়ে উড়ে সাগরে নামে গাঙ চিল।
কতোটা চঞ্চল চোখ ঘাস রং শাড়ি ওড়ে দেহের উপর
আর নেই পথ,পদচিহ্ন ফুটফুটে কতো রং
হাত ধরাধরি করে চলেছে বিনাশী কালের দিকে
আচ্ছন্ন স্বপ্ন নয়তো জীবন, তবু নিজেকে তুলে দেই কার হাতে!
নীল শিয়রে মাথা রেখে সমুদ্র ঢেউ ভাঙে তীরে
রৌদ্র নিভে যায় কুয়াশার মায়াবী আকাশে
জীবনের কতো অধীরতা সংসার সমস্ত ব্যর্থতা আনন্দ
সব মিথ্যে করে জাগে যেন গোধূলির মেঘ সমুদ্র আকাশ
আঁকাবাঁকা অক্ষরে লিখে নেই মনের গোচরে
তোমার নাম এই নীল সমুদ্রের কাছে এসে।
৭ ডিসেম্বর ২০২৩, কক্সবাজার; ২২ অগ্রহায়ণ, ১৪৩০, হেমন্তকাল।