প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০
উৎসব
আজ উৎসব হবে
বিজয়ের উৎসব, হৃদয়ের উৎসব;
আজ মনে-প্রাণে গান হবে, প্রেম হবে
বিজয়ের ভাষায় ভালোবাসা হবে।
দেশমাতৃকা হাসবে প্রাণ খুলে, মন খুলে, উদ্বেলিত হবে সব ভাষা;
ভাষারা আজ মনে প্রেমে গান গাইবে বিজয়ের-
আজ আমাদের বিজয়, আজ ১৬ ডিসেম্বর।
আজ উৎসব হবে, দিগি¦দিক সাঁই-সাঁই করে উড়ে যাবে মুক্তির বার্তারা,
হৃদয়ের খরা কাটবে, পাপাত্মা ভয় পেয়ে জড়োসড়ো হবে;
আকাশে চক্কর খাবে বোমারু বিমান-
লালসবুজে সাজবে আনাচে-কানাচ।
আজ বিজয় মুক্তিকামী জনতার
আজ শোষণহীন পৃথিবী নির্মাণের দিন, আকাশে-বাতাসে ফানুস ওড়ানোর দিন
আবেগে ভাসার দিন, কাছে আসার দিন
আজ উৎসব হবে বিজয়ের।
প্রেমের ভাষায় উদ্বেল হবে বিজয়, গানের ভাষায় গিটারের সঙ্গী হবে
দোতারার তার হবে, সুরের বাঁশি হবে
অণুতরঙ্গ হয়ে ছড়িয়ে পড়বে দিক হতে দিগন্তে;
আজ জাগরণের উৎসব হবে, বিজয়ের গান হবে।
আজ উৎসব হবে, মাটির ঘ্রাণে জাতি মানুষ হবে
আকাশ সাজবে আতশবাজি রংধনুতে,
রাইফেলের কুচকাওয়াজে প্রতিধ্বনি হবে;
জীবনানন্দে আত্মহারা হবে,
ঘরমুখো মানুষ বের হবে-
আজ উৎসব হবে বিজয়ের;
আজ আমাদের বিজয়, আজ ১৬ ডিসেম্বর।
***
পুষ্পের সৌরভে উল্লাস
চারদিকে আজ আনন্দ
আনন্দরা আজ উল্লাসে মেতেছে
উল্লাস আকাশে বাতাসে, সবই যেন আনন্দ ফোয়ারা।
উল্লাস ভালোবাসার, উল্লাস কাছে আসার;
উল্লাস নতুনত্বের,
উল্লাস জয়ধ্বনি আর জয়োল্লাসের।
উল্লাস নতুন গল্পের, নতুন স্বপ্নের
আনন্দরা আজ ইতিহাসের পৌরাণিক গল্পের প্রতিচ্ছবি
মায়ার শহরে নতুন মেহমানের আগমন
পুষ্পের সৌরভ, সমুদ্র সমতটের হিল্লোল।
সমীরণের দোলন, হৃদয়ে নতুনের আবহ
আকাশের বিশালতা, পাহাড়ের ঔদার্য
বৃষ্টিকণায় রৌদ্রের প্রিজম
কোকিলের বসন্ত
চাঁদনীরাতের পূর্ণ চাঁদ।
আনন্দরা আজ খুশিতে উদ্বেল
শিল্পীর আঁকা তুলি, কবির কবিতা
ইতিহাসের সক্রেটিস;
সাহিত্যের রবীন্দ্র-নজরুল-সুকান্ত
রাজনীতির মহামানুষ
চারদিকে আজ আনন্দ
আনন্দ আজ নতুনের, আনন্দ উল্লাসের
আনন্দ কাছে আসার, আনন্দ ভালোবাসার!
***
প্রতীক্ষা
দেখা হবে বলে
আজও প্রতীক্ষায় আছি,
নক্ষত্রের সাথে দূরত্ব ঘোচানোর বড় ইচ্ছে!
সব ব্যবধান ভুলে দেখা হবে আজ
চাওয়া-পাওয়ার ব্যবধান কমবে,
নিরেট হিসেব হবে;
ভালোবাসার গল্প হবে।
আলোয় আলোয় উদ্ভাসিত হবে সব
দূরত্ব ঘুচবে না-দেখার,
প্রজাপতির রঙে ভাসবে ইচ্ছেরা
আলোকরশ্মি ধরা দিবে
রঙ্গনে সাজবে চারপাশ।
গল্প হবে অনুরক্তের
গল্প হবে ভালোবাসার-
ভালোবাসা সাইরেন বাজিয়ে আসবে
অলিন্দ, নিলয় পূর্ণ হবে বিশুদ্ধ বাতাসে।
বিশাল আকাশে বেলুনের মতো
উড়ে বেড়াবে ভালোবাসারা,
দেখা হবে বলে আজ প্রতীক্ষায় আছি।