রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ০০:০০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
অনলাইন ডেস্ক

সুখের সারা-ধন মিলেছে,

কোন্ সভ্যতায়?

মুঘল, সুলতানী আমলের সন্তাপের ক্ষত কী-

শতক পোড়ায়-নি?

উদ্ধারের পথ কী-চেনে-নি, তবে-

নক্ষত্র, ভূমি-জীব, অণু-জীব আর জলের ধারা ?

প্রশমনের ধারাবাহিক চড়াই উতরাই-এর ইতি-খামে,

যিনি লিখে দেন,

স্বাধীনতা নামক বজ্র-শক্তির টিকা- বাংলাদেশ ।

উৎসাহ আর উদ্দীপনার সমরেশ নৌকা

সু-দীপ্ত ভাসে, পৃথিবীর মানচিত্রে ।

ফল আর ফলনে, দিন আর রাতের মিশ্রণে,

শীর্ষের চূড়ায় হাঁটে, জাতীয় শাপলা।

বঙ্গোপসাগরের ঢেউ গুনে গুনে

মানুষ বুকের জমিনে, যে-তীর্থ সাজায়

সে রথের সমতল-ভূমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

.

বঙ্গবন্ধুর কিরণ

আঁখিরর আলোয়-দেখি-নি নমস্য

মনে'র ভালোয়-জুড়েছি সর্বস্ব

কে দেখে-ভুবন-মোহন?

কে দেখে-পৃথিবী-মণ্ডল?

দেখি শুধু-বঙ্গবন্ধু আর তাঁর আমল

ভালোবাসার আপদমস্তক নিদর্শন

রথ গেলে, পথ হয়

রাত পেরোলে, ভোর হয়

বঙ্গবন্ধু সকলের প্রার্থনা-হয়, রয়

মুছে দেয়া পথগুলো মুছে না যায়

দেখা যায়-বঙ্গবন্ধু ও-যজ্ঞে কিরণ প্রভায়

.

গ্রেট আবহমান

বাতাসের কঙ্কন হোক-পিতার কর্ণ

সুরের ঝংকার হোক-পিতার বর্ণ

ফেলে আসা দিনগুলো হয়-অতীত

বঙ্গবন্ধুর নূর নীল-নদে’র নূপুর সাবীত

প্রবাদ-পুরুষ মুজিবুর, হীর-জন্মা রহমান

শেখ সিলে বাংলাদেশ-গ্রেট আবহমান

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়