প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ০০:০০
আমার সমুদ্রের কাছে যাওয়ার কথা ছিল
টেউয়ে টেউয়ে শরীর ভেজাবো কথা ছিল
আকাশে নিঃসঙ্গ রোদ চিলের ডানায়
কিছু শব্দ লেখার কথা ছিলো
জলমেঘে লিখে রাখার কথা ছিলো,
কিছু দুপুরের নাম।
তোমাকে দিয়েছিলাম কথা,
আশ্রয় নেবো আমরা এমন সুন্দরের সুধায়,
নিবো সমুদ্রের ঘ্রাণ।
অপেক্ষায় থেকে তুমি কেঁদেছো একাকী,
অভিমান অযৌক্তিক কিছু নয়, রাগ যৌক্তিক
তবুও বলি, আমার বেদনা পাঠ করে,
তুমি আদ্রিত হও, দেখ আমার জলচোখ
আমার ব্যস্ততার খরকাঠে বারুদ মাখা আগুন
তুমি মাপতে পারো কি আমার
বক্ষপাতার নীল রোদন?
একটি বৃত্ত কি অসম্ভব দীর্ঘ হয়ে গেলো
সমুদ্রের ঘাণ ছেঁচে পরাতে চেয়েছিলাম
নোলক
ব্যস্ততার সহস্রসম্ভারে দেরী হয় নিরন্তর।
.
গর্ভবতী
তুমি আর আমি
যেভাবে সূর্যের সঙ্গে রৌদ্র-
সে রকম।
তুমি আর আমি
রাত্রির সাথে জ্যোৎস্না
মিলনের শয্যায় মিশে যেমন।
সেরকম।
সকাল থেকে রাত্রি পর্যন্ত
গর্ভবতী আলোর সঙ্গেই শুধু
করেছি দিনযাপন।
তুমিহীন-
প্রতিটি সেকেন্ডকেও
হিজড়ে মনে হয়।
হিজড়ে কি আর সঙ্গম জানে?
আমি তো প্রস্তুত হয়েই রয়েছি
বিপরীতধর্মী শক্তির প্রচণ্ড ঝড়ের
জন্যে।
আমি হবো গর্ভবতী
তুমি কেবল-
এসো বাড়ি।