প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০০:০০
অবহেলায় নিজেকে নিজের মাঝেই গুটিয়ে রাখি। শামুক যেমন খোলসের মাঝে। ভাবনার বর্ষায় স্বরবৃত্ত ছন্দের সাথে ব্যাঙেরা ডুগডুগি বাজায় অবিরাম। প্রেম বিহঙ্গে কখনো ছিলাম এমন যেন আকাশে উড়বে ঘুড়ি, এক কুড়ি। নিজেদের মাঝে কাটাকাটি, যৌবনের ভালোবাসাবাসি। সত্তা হারিয়ে যায়। কুক্ষিগত হৃদয়ে আফসোসে করে হাঁসফাঁস। দুঃখগুলো ঘুড়ি হয়ে উড়ে যাচ্ছে সমস্ত অবয়বে। দূর থেকে প্রেমিকা আমাকে দেখে হাসে। যে এখন নিজ থেকেই প্রাক্তন হয়ে গেছে। ছ্যাঁকা খেয়েও আমি করি প্রেমের বড়াই, তবে মনে মনে ঘটাই তার মুণ্ডুপাত। যতক্ষণ ছিল ভোগে, দেখিনি তার কোন খুঁত কিবা ভুল। এখন ছেড়েছে বলেই কল্পনায় ছিঁড়ছি তার চুল।
ভালোবাসা হৃদয়ে থেকে বদলে হয়ে গেছে শারীরীয়, প্রেমিকারা আবেগী চুম্বন হারিয়ে হয়ে গেছে বায়বীয়।