প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০০:০০
পাশাপাশি গাছের মতোই
আমিও বেড়ে উঠি নিয়মে
হ্রস্ব আমি দীর্ঘ থেকে দীর্ঘতর হই
পাহাড়ের চূড়ায় উঠেই ভাবি
আচমকা পড়ে যাব চূড়া থেকে!
কে কেনো আমায় চূড়ায় উঠালো তাহলে
কী তাঁর স্বার্থ; আমাকে উপর-নিচ করার
কী বা মজা তাঁর?
ঘুড়ি হয়ে উড়তে উড়তে
লাঠাই-বিচ্ছিন্ন আমার উপরে
কোনো আকাশ নেই, পায়ের নিচে মাটি নেই
সার্কাসম্যান বা ক্রিকেটের সংশপ্তক
গ্লেন ম্যাক্সওয়েলের মতো
নেই তত হাতযশ
উৎসে ফেরাও নয় তেমন নিশ্চিত
দুর্ভাগ্য-প্রযোজিত দৈবনাটকে
মন্দণ্ডবিশেষণের স্টিকার লাগানো
আমার সবকিছু ভেঙে পড়ে
কাঁচা সড়কের মতো
আমার হাঁড়িতে
এক রত্তিও কালি থাকে না
বিদ্যুৎ-বিভ্রাটে চুপসে পড়া বাতির ঢংয়ে
আমিও এখানে বিশেষ দ্রষ্টব্যহীন
চিত্তবৃত্তি, তামান্নার দিকচক্রবালে
পৌঁছানোর আগে
খেলা খেলে বা না খেলে
খেলার মাজেজা বোঝার আগেই
কেটে যায় বেলা
হায়! এ তাঁর কেমন খেলা
মুহাম্মদ জাকির হোসেন : কবি। সিনিয়র সাংবাদিক।
মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের
সহকারী অধ্যাপক।
৩১৯, দক্ষিণ কলাদী
মতলব দক্ষিণ, চাঁদপুর
৯ নভেম্বর ২০২৩খ্রি.