প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০
সেই পশুর পাল থেকে পালিয়ে এসেছি, যারা মাড়িয়ে যায় সমূহ সীমানা-
আকাশের নুয়ে পড়ার দিকে হেঁটে চলে
তারা কি নীল গাই? চাঁদের প্রতাপের নিচে সরল মুখরেখা!
এক সামান্য ঘাসের ঘ্রাণে থিতু হয়েছি
আমি যেন কোনো সাধারণ গাভী-বাঁশের গোয়ালে বাঁধা
ক্রমে ভারী শরীর, ক্রমে ধীর হয়ে আসা
বাঁকা জারুল গাছের পাশে হাবা শুয়ে থাকি;
তারা হেঁটে চলে, হেঁটে চলে
সহস্র নদীর ওপার-
বয়ে চলি পাতার কাঁপাকাঁপা ছায়া,
মোরগের মৃদু ঠুনঠুন
গেরস্থালি মেয়েদের গালে ঝুঁকে আসা চুল,
স্নেহে ঢুলঢুল নরম আঙুল।