প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০
মাইনুল ইসলাম মানিক
বাঁশিতে নিরোর কতটুকু ছিল প্রেম, কতটুকু ধ্যান?
কতটা নিরাসক্ত ছিল রাজন্য জীবন?
দাউদাউ পুড়েছিল রোম
প্রেমিক পুড়েছে তার প্রেমের চিতায়
হায় নিরো
হায় বাঁশি
হায় সুর
লেলিহানে হলো লীন
পুড়েছিল লোকালয়, ছাই হলো নিরো প্রাসাদ।
কোথাও তো ভুল ছিল
বাঁশের টুকরো ছিল নাকি বাঁশি?
নিরো কি প্রেমিক ছিল নাকি প্রেমে উদাসীন?
যতবার প্রশ্ন ওঠে মগজের কোষে খলবল
আশ্চর্য রাখালিয়া বাঁশি বেজে ওঠে অনতিদূর
প্রতিবারই চুপিসারে নিরো পালিয়ে যায়।