প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০
আগেও যে খুব আকাশ দেখতাম, তা নয়
চিরকাল মাথা হেট করে চলাই স্বভাব
আজ আকাশের জন্য মন কাঁদে
সুনীল আকাশ দেখতে মন বড় ব্যাকুল
কোকিল কখনো আমার প্রিয় পাখি ছিল না
তার ডাকে উতলা হবার মতো কিছু পাইনি
একটানা একঘেঁয়ে গাইতে থাকে
তাও আবার নিজেকে পাতার আড়ালে লুকিয়ে!
আজ পাতার ফাঁকে কোথায় বসে গাইছে কোকিল
মন চায় চুপিচুপি গিয়ে দাঁড়াই গাছের নিচে
আজ কোকিল দেখতে ভীষণ ইচ্ছে করছে
যাইনি দুপুরে দুরন্ত পথিকের মতো পথে
ঘুরিনি উ™£ান্ত বালকের মতো মাঠে মাঠে
ঘরে বসে গড়িয়ে কেটেছে অলস দুপুর
আজ ইচ্ছে করে গনগনে দুপুর রৌদ্রে দাবড়ে বেড়াই
হুট করে দাঁড়াই গিয়ে তোমার দরোজায়
অথচ নিষেধাজ্ঞা রয়েছে চারদিকে
কারফিউর মতো-