প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০
মিলু শামস
কতটা মেঘ ধরে রাখতে পারো
হে আমার আগুনকুমার!
চৌচির ফেটে যায়
তৃষ্ণার্ত ঠোঁট-
কবে তুমি বাতাসে ছোঁয়াবে
অমল আঁখি?
আকাশ উপুড় করে
জোয়ারে ভাসাবে রুখু প্রান্তর-
সে অপেক্ষায় নিদ্রাহীন
তপ্ত দুপুর।
অগ্নিবলয়ে পা রেখেছে যেসব পৃথিবী
তারা জানে
কীভাবে দগ্ধ হয় একেকটি নগর গ্রাম
পাড়া ও মহল্লা।
ছোঁয়াচে তৃষ্ণায় বিরান বনভূমি-
কবে তুমি জল ঝরাবে
পুঞ্জীভূত তোমার মেঘরাশি থেকে
হে আমার আগুনকুমার?