প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০
আইরিন সুলতানা লিমা
জন্মের আগেও আমাদের জীবন ছিল
সেই জীবন ছিল সমুদ্রের।
জলের ভেতর ছিল
আমাদের নিবাস, জন্মের পর
আমাদের জীবন ডাঙ্গার।
ডাঙ্গার জীবনেও সমুদ্রের
ঢেউ আছে, অদৃশ্য ঢেউয়ে
ছুটে চলে জীবন।
জল এবং ডাঙ্গা একই বিছানায়
পাশাপাশি ঘুমায়।
তবুও ডাঙ্গায়
এলে, অদৃশ্য হয়ে যায়
জলের জীবনস্মৃতি।
যেমন করে অদৃশ্য হয়ে যায়
আমাদের শৈশবস্মৃতি।