প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০
ইলিয়াস বাবর
ব্যস্ততাকে আজ করেছি ঢাল
ধূলো পড়ুক, ছায়া জমুক
বন্ধুতাকে করছি তো আড়াল?
হয়তো চিনতে পারে, জোঁক
সময় বহে, কে রাখে তার খোঁজ
দূর-বেনামী, তোমার আপন-লোক!
অভিমানের পেয়ালা জমে ক্ষীর
মানুষ বটে, দোষের দোসর
তবু আজ তোমার নামে স্থির।
না না, ওসব মন থেকে বাদ দাও
ঠুনকো মানুষ, খুচরো বাঁধন
মরচে ঝেড়ে যাও ছাড়িয়ে নাও।
ব্যস্ততাটুক আমার ভাগে নিলাম
তোমার সময় গোলাপ ফোটাক
তবু ভালো, ইতিহাসে ছিলাম!