সোমবার, ১৯ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০০:০০

দেবদাস কর্মকারের কবিতা
অনলাইন ডেস্ক

কাঁটা

দুদণ্ড দাঁড়াতে যদি একবার কথা হতো তবে

শরৎ ছুঁয়েছে সবে রোদ, বৃষ্টি, আকাশের মেঘ

যখোন পিছনে টানে স্বপ্নে জোড়া দিন

লাল নীল হাজার টুকরো হীরা অভিমান।

ইচ্ছে করে না কিছু, জীবনের জট খুলে খুলে দেখি

কতো চাঁদ ভাসা আলো কতো দ্যুতি খসে পড়ে মুখে

জানালার ফাঁকে হাড় মজ্জায় টুকরো টুকরো গল্পে

মনের আড়ালে সরসরা চরে শীতের নদীর মতো।

নীল স্নিগ্ধতা মেখে বনের শেষ ঘুঘুটি যায় উড়ে

জল সেঁচে দেখি নদীর পলিতে তোমারই পায়ের ছাপ

পাথর সময়ে স্মৃতিরা পোহায় রোদ অনায়াসে

বাড়ে বেলা জীবনের কোণে আগাছার জঙ্গল

ধুয়ে মুছে ফেলি সব কাঁটা ঝোপ ঝাড় লতাগুল্ম

তবু দেখি চোখের কাজলে ঢাকা একটি কাঁটা

রয়ে গেছে যেন মনের গভীরে।

৬ অক্টোবর ২০২৩, ঢাকা, ২১ আশ্বিন ১৪৩০

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়