প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
আবদুর রাজ্জাক
প্রেম চলে গেছে বলে
বৃষ্টি নামেনি বৃক্ষের দেহে
অচেনা পথে পথে
পাখিদের আত্মহননের আওয়াজ ওঠে।
মানুষের আদি শেকড়ে
আমরাও চেয়ে থাকি
মৃত্যুর আকাঙ্ক্ষা নিয়ে
প্রেমহীন শূন্য হাতে।
পাখি ও প্রাণগুলো চেয়েছিল
মুঠোভরা প্রেম ও রোদ্দুরের কোলাহল
নদী চেয়েছিল জলকলরব
মেঘ হতে চেয়েছিল স্বয়ংবরা দেবতার প্রেমে।
অথচ ভালোবাসা, প্রেম আত্মহননের ফুল
তবু মানুষ বলে ভালোবাসা, ভালোবাসি।