প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
সম্মুখে দৃশ্যমান অন্ধকার, আকাশ গ্রন্থি
নারকেল ফলার মতো বুনো চাঁদ, তারকা লোক
প্রান্তর থেকে ছুটে আসা হাওয়া, কিটের সংগীত
নরোম রাত্রির বুক, নরোম নরোম নদী।
বৃক্ষ শাখে পাখিদের ক্লান্তি, শান্তির ঘুম,
কোন কোন সংকেত, আকাশ ভরা রহস্য
দূরের বার্তা, ভালোবাসা, ঠিক ব্যথার মতোন
খুব কাছে টের পাই নিঃশ্বাস, তার শরীর সংগীত।
যেখানে সন্ধ্যানদী চুপচাপ মিশে আছে বাঁকে
সেখানে কেটেছে কতো ধ্যানের সময়
বাওয়ালীর সুরেলা কণ্ঠস্বর
অজস্র নৌকার সারি, ঘৃতকুমারীদের কথা।
আমার বিষণ্ণ স্বপ্নে জেগে ওঠে সেই গৃহকোণ
কেমন করুণ শিশির মাখানো শঙ্খের দ্বীপ
ঝুলে পড়া জানালার ভাঙা কার্নিশ
যত্নের করবীর ফুল, চঞ্চল ছুঁয়ে যাওয়া সেই আঙুল।
রূঢ় পৃথিবীর জীবনের কথা, সব দুঃখ সুখ
অসমাপ্ত কথা, আনন্দ আয়োজন, চেনা সব সুর
নিশীথ নদীর জল, জীবনের মোহ, মুগ্ধ গাঢ়তা
জীবন ব্যাপিয়া তৃষা,
প্রিয় মানুষের মুখ
তবু যেন
সরে যাই দূর বহুদূর, জোনাকির থেকে দূর
নদীর থেকে, কাশ ফুল, হিম রাতের মেঘ থেকে
নিজের অমিয় আকাশ থেকে দূর বহুদূর।
৩০ আগস্ট ২০২৩, ঢাকা।