বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

খিদের স্মৃতিতে খুদের গন্ধ প্রাচীন অর্থনীতি!
আব্দুল মান্নান আকন্দ

এলিভেটেড এক্সপ্রেস ওয়ে

মেট্রোরেল

পাঁচশো ষাট মডেল মসজিদ

পদ্মাসেতু

ফ্লাইওভার

বঙ্গবন্ধু টানেল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

পায়রা তাপবিদ্যুৎ প্রকল্প

মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প

এসব কিছু না,

আসলে কিছুতেই কিছু না।

সমবেত জনতা চায়-

ওয়াজ ব্যবসায়ীদের সুললিত বয়ানে-

শর্টকাটে কোনো স্বর্গের টিকিট!

হুর, গিলমানের রগরগে দৈহিক বিবরণ!

শাপলা চত্বর নামের কল্পকাহিনি রোমন্থন!

পাঁচশো একনম্বর রুমের রোমান্টিক বৈধতা!

চায় বারেবারে চন্দ্রাভিযানের রসালো রূপকথা!

গুরুদের যুদ্ধাপরাধ, নয় অপরাধ-

তাই বারেবারে ‘কিন্তু, যদি, আচ্ছা’ অজুহাত!

চায় মানুষরূপী দেও দানবের অভয় কিস্তিমাৎ!

এমন নির্বোধের হট্টগোলে ধুরন্ধর কেউ চায়

ঘোলা পানিতে বড় মাছ শিকার।

যেমন-

একুশে আগস্টের খুনিরা চায়

স্বরচিত এক নাটকীয় গণতন্ত্র,

বহুদলীয় নামে সাপ বিচ্ছুর সংসার,

চায় অন্ধ বিশ্বাসের উলঙ্গ সুবিচার।

ঊনিশশ সাতাত্তর থেকে একাশি’র

সেই খুনোখুনি মহোৎসব চায় তারা,

চায় কারফিউ’র অন্তরালে-

তেরোশ সেনাবাহিনী হত্যার নির্লজ্জ উৎসব!

অথবা

দু’হাজার এক সাল চায় ফিরে ফিরে,

চায় সংখ্যালঘু ধর্ষণের উর্বর চাষাবাদ!

চায় বাংলা ভাইয়ের উত্থান!

প্রয়োজনে চায় পনেরো আগস্টের পুনরুত্থান!

অগত্যা-

একশো একাত্তর বিদেশী প্রভুর পদলেহন করে

হিরু-নুরুদের সাথে চায় ক্ষমতার ভাগাভাগি।

আমি গরীব নাগরিক, ভাত খেতে চাই

খিদের স্মৃতিতে নিত্য আমি খুদের গন্ধ পাই,

বুঝি না অর্থনীতি, বুঝি না রাজনীতি,

ধনে, জ্ঞানে, মানে নিতান্তই গরীব আমি,

স্রফে দ্রব্যমূল্য নিম্নগামী হলেই বেঁচেবর্তে যাই।

দুর্নীতির কারণ অকারণ জানতে চাই না আর

বুঝতে চাই না মেগা প্রকল্পে কত লাভক্ষতি কার,

মুছে যাক না হয় একদিনের গণতন্ত্র সম্ভার।

খিদের স্মৃতিতে নিত্য আমি খুদের গন্ধ পাই

সকাল সন্ধ্যা ভাতের থালায় ঈশ্বর খুঁজি তাই,

আমি ভাত খেতে চাই, কেবল ভাত খেতে চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়