প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
রক্ত
ঘরজুড়ে রক্ত। মুহু যেন গলাকাটা মাছ। ভীষণ তড়পাচ্ছে। তীর্যক চোখে তাকিয়ে আছে আকরাম। ক্ষোভ, ভীষণ ক্ষোভ।
|আরো খবর
বস্তাবন্দি দেহ। ঝুপ করে পড়লো ডাকাতিয়ায়। পাথরবাধা। আকরামও পাথর।
এসে গোসল করলো। দুই দুই বার। ঘুম পাচ্ছে। কি শান্তি, মুহু নেই।
সকাল সকাল ঘুম ভাঙলো। কেউ নেই। হাতে রক্ত! খাটে রক্ত। ঘরদোর পরিষ্কার করে সে।
দুপুর হয়ে এলো। বাজার করতে হবে। বাইরে বেরিয়েছে আকরাম। ফ্লাটের সামনে ভিড়। এটি মরদেহ পড়ে আছে।
আকরাম উঁকি দেয়। তখনই চক্ষু চড়কগাছ। কি দেখছে সে! মরদেহে লেপ্টে আছে তার মুখ! রক্তাক্ত।
মুহু পাথর চোখে ভীষণ কাঁদছে।