প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০
কাছে এলেই মনে হয় কতোটা কাছের মানুষ
কী এক বিচিত্র বিস্মিত রূপ
বেদনার বিজনে কোনো এক গৃহকোণ,
কাছে এলেই যেন কতটা সহজে হও দূরের তুমি।
মেঘের গর্জনে ঘন ঘোর শ্রাবণ রজনী
জল ছোপ ছোপ পথ ভেঙ্গে মনের দরজায়,
তখনও মনে হয় যতোটা সহজ নও তুমি,
কি জানি কোথাও কোনো শূন্যতা বোধ ধোঁয়ার পাহাড়,
শ্যাওলার ডোবা, রাত জাগা ট্রেনের শেষ হুঁইসেল।
এতোটা সকালে হেঁটে হেঁটে খুঁজি সেই মধুপুর
ডানে বাঁয়ে কী অপূর্ব সবুজের পথ
ধুন্দল লতা হলদে রঙের বৃষ্টিভেজা কতো ফুল
ইচ্ছে হয় যেন একটি জীবন করি পার,
পায়ের তলায় পিষে যায় সব সাধ
কোনো গন্তব্য নেই আমার,
মধুপুর যেন কতো দূর
খুব কাছে এসে জেনে যাই,
নেই তুমি কাছের মানুষ।
১০ আগস্ট-২০২৩, ২৬ শ্রাবণ ১৪৩০, মধুপুর, টাঙ্গাইল।