প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০
কেন বোঝো না তোমাকে দেখলে একটু ভালো থাকতে পারি,
তোমার দেখা পেলে গ্রীষ্মকে পেছনে ফেলে
টপকে যেতে পারি দুর্গম গিরিপথ,
অনেকটা দ্রোহ চলে যায় আমার
কেন বোঝো না তুমি!
তোমার দেখা পেলে,
সাজিয়ে নিতে পারি আমার অনুরাগের বিকেল
দোলনচাঁপা স্নিগ্ধ হয় মেঘের তলে,
যদি একটু তোমার দেখা মেলে
কেন বোঝো না, তোমাকে দেখলে
আমার নিবেদনের ডালি শূন্য থেকে পরিপূর্ণ হয়,
অযুত-নিযুত স্বপ্নগুলো বেঁচে থাকে বৃক্ষের শিকড়ে
কেন বোঝো না!
তোমাকে দেখলে একটু ভালো থাকতে পারি,
নিভে যায় যতো ঘুটঘুটে অন্ধকার!
চাঁদের ঢেউ লাগে! খবর পাই মনে,
বাহারি স্বপ্নগুলো বুঁদবুঁদ করে নিলয় জোছনায়!
একটু যদি তোমার দেখা পাই...
কেন বোঝো না! তোমার দেখা পেলে
দুদণ্ড বসন্তের কাছাকাছি থাকা যায়
একটু ভালো থাকতে পারি
অনেকটা দ্রোহ চলে যায় আমার...
২৪.০৬.২০২২