প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০
আমাকে যতটুক পারো মেনে নিও
অতোটুক নিয়েই পাড়ি জমাতে চাই
নীল জলরাশি
মরুদ্যান
শূন্য আকাশে!
সমুদ্রের কান্না শোনার হয়তো তোমার অভ্যাস নেই
তেমন করে হয়তো দেখনি, কালো মেঘের জল
তাপিত মৃত্তিকা বুঝে
আকাশ কেন কাঁদে!
নদীর দেশে রাক্ষুসে নদীরা পাড় ভাঙে!
সবুজ বনায়ন, উজাড় হয় নগ্ন হাসির কুঠারে!
পাখিগুলো শূন্য থেকে শূন্যে খোঁজে তার সংসার!
মৃত্তিকা দেখে কালো মেঘের জল
ফসলের হাসির মতো,
তোমার উঠোনে হাসে চাঁদ!
মনের সাথে দ্বন্দ্বে মেতে আছি
বায়ান্ন হাজার বছর!
আমাকে যতোটুকু পারো মেনে নিও
অতোটুক নিয়েই পাড়ি জমাতে চাই
নীল জলরাশি
মরুদ্যান
শূন্য আকাশে...
২২.০৮.২০২৩