বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০০:০০

সন্তোষ দাস মনার কবিতা
অনলাইন ডেস্ক

অন্তর্মুখী আমার পূর্ণিমা

যেখান থেকে ভুলে যাবার চেষ্টা করলে

সেখান থেকেই শুরু, নাহ্, আমার না;

আমি বলছি তোমার কথা

আমার তো ভুলে যাবার কথা ছিলো না

যারা ভালোবাসায় ভালো লাগা ছাড়া আর কিছু চায় না, আমি মনে হয় তাদের দলে পড়ি

ভালোবাসা যে আপেক্ষিক সুখ,

সে আমার ক্ষেত্রে বর্তায় না, আমি সুখণ্ডদুঃখ চিনি না

আমি চিনি তোমাকে

আমি তোমার মত করে তোমাকে চিনি

তুমি বেশ অন্তর্মুখী

আমার মতো করে বলে বোঝাতে পারো না, তাই বলে

আকাশছোঁয়া ভালোবাসা আর মেঘের নিবিড় ক্রন্দন

তোমাকে অশান্ত করে তোলে!

এটা জন্মান্তর সত্য

ইচ্ছা আছে, তোমাকে ভালোবেসে একটা মহাকাল পাড়ি দেবো, সঙ্গী তুমি থাকবে না

থাকবে তোমার অনুষঙ্গ

আমি বলছি তোমার কথা

যেখান থেকে ভুলে যাবার চেষ্টা করলে

সেখান থেকেই শুরু

তুমি বেশ অন্তর্মুখী।।

ভালোবাসা এখন

দূরবর্তী আকাশ চিল

কেউ ব্যথা দিতে আসে

কেউ ব্যথা বাড়িয়ে দিয়ে যায়

কেউ বুঝিয়ে দিয়ে যায় আমার থাক্ ষোলআনা!

এখন আর

তেমন করে বুনন হয় না বনিবনা!

হয় না ভালোবাসাবাসি !

দূষণে দূষণে রবির আলো ঠেকে না আর মন মাঝারে!

ভালোবাসা এখন দূরবর্তী আকাশ চিল!

পলকে ঝলকে পাল্টে যায়

নক্ষত্ররা!

কেউ ব্যথা বাড়িয়ে দিয়ে যায়! উপন্যাসের পাতায়

খচিত হয় বিদূর প্রেম!

রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে,,

" সমাজ সংসার মিছে সব,

মিছে এ জীবনের কলরব।

কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে

হৃদয় দিয়ে হৃদি অনুভব --

আঁধারে মিশে গেছে আর সব"।।

ভালোবাসা এখন দূরবর্তী আকাশ চিল!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়