প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০
তুমি বললে এসো, দেখে যাও
ভরপুর লাবণ্যে সুরক্ষিত স্তনের মহিমা, তৃপ্তি লাভো, পান করো অলৌকিক অমৃত ভাণ্ডার...
দেখলাম, অতি ব্যবহারে আর সময়ের ভারে তা বর্তুল, বয়সের অস্বাস্থ্যে সমাসীন
এরপর বললাম, এ দুঃখ কেবল তোমার নয়, যেকোনও পয়োধরে এমন দুরাচারী বৃত্ত আছে, প্রেমিকের বুকে তা হানে অন্তর্ঘাত, নতুন বক্ষের দিকে দৃষ্টি তার অফুরান
বললে তাহলে নিচে নামো, দেখো, সুপ্রস্তুত সানুদেশে মিথিলের গুল্ম কোলাজ, উন্মুখ হয়ে আছে দিঘি, দাঁড় বাও, অকৃপণ সন্ত্রাসে লাগো...
বললাম, মেদ মাংসের এই উচুনিচু উথারি বিথারী নাবে কে চালাবে স্বর্ণ-হল, রাস্তা ছেড়ে কে হাঁটে কর্দমে, নেই তার রুচির বিমার?
আবার সান্ত¡ানার স্বরে বললাম, এই দশা তোমার একার নয়, দেহগুলো বিমারের বাসা, এ জগতে নেই কোনও অনিন্দ্য শরীর।
শ্রমে-ঘামে, আহারে ও কামে সব দেহ ছাড়ায় দুর্ঘ্রাণ
বরং বসো, তোমার মুখ দেখি, অধরের কম্প দেখি, স্বপ? দেখি চোখের তলাটে
কাছে আসো, বুকের হেরেম খোলো
শব্দ শুনি, যে ভাষণ গান হতে পারে, হতে পারে নীল প্রজাপতি উড়োউড়ি, হতে পারে রামধনু পবিত্র পাহাড়ের ডালে...
আমি তোমার সে হৃদয়ের লোভে জীবনের কুরুক্ষেত্রে-দ্বৈরথে লড়ে যাবো আপ্রাণ...
দেহ নয় হৃদয় চিত্র দেখাও...