প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০
মুহাম্মদ ফরিদ হাসান
একটি কবিতা জমা পড়ে আছে
শাদা পৃষ্ঠার ওপর একেকটা শব্দ
চিৎ হয়ে আকাশ দেখছে যেন
তাদের মাথা ছুঁয়ে উড়ছে নগদ রোদ।
কতবার মেরামতের গাড়ি ছুটলো
শরীর বেয়ে ছিটকে পড়লো উচ্ছ্বাস
তারপর চিরচেনা ঘুমঘোর
কবিতা নয়, এ যে কাদম্বরী দেবী!
কাদম্বরী দেবী জমা পড়ে আছেন
শাড়ি পরা তিনি যেন কালের কবিতা
তাকে নিতে প্রায় রবীন্দ্রনাথ আসেন
আমি কবিতা আঁকড়ে থাকি
কাদম্বরী কোথাও আকাশ দেখছেন যেন...