প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০
আজন্ম চৈত্রের খরতাপ চোখে আমার
বর্ষা তাই লালিত স্বপে?র সমাহারই বটে,
সহস্র বছরের খরতাপ বুকে নিয়ে
বৃষ্টির প্রতীক্ষা ছাড়িয়ে যায় কালীন রেখা।
মেঘের ওপাশে দাঁড়িয়ে তুমি এবং রবীন্দ্রনাথ
ঘোলাটে দিনের রোমন্থনে জাগে বৃষ্টির দিন
চাতক চোখে অপেক্ষায় থাকি বর্ষণের;
দেখি আকাশ ফুড়ে বৃষ্টির স্বপ?
দেখি মেঘের মলাটে স্বপে?র বুনন
দেখি ঝড়ের প্রতাপে বিষ বাষ্পের পতন।
পূর্বজন্মের তৃষ্ণায় ডুবে আছি আকণ্ঠ
অপেক্ষমান তীর্থযাত্রী এক!
অপলক অপেক্ষায় চোখ
অবতার হয়ে নেমে আসবে বৃষ্টি
ভুলে যাবো পেছনে রাখা সহস্র বছরের নরক বাস
এরপর সারাবছর শ্রাবণ, বর্ষা, রবীন্দ্রনাথ এবং তুমি...