প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০
কাদের পলাশ
কত জংশন ফেলে রেখে
পৌঁছে গেছে বন্দর, বন্দরে...
তারপর সাগর পাড়ি দিতে দিতে
ঊর্মিপাখি ভাসে কতক হাওয়ায়
কিনারায় নেমে আসে রাত, জলের বুক
অতঃপর সূর্য ফিরে ঘরে।
বন্দর যেন কৃষ্ণবিবর এক
গিলে নেয় সব
দিনরাত আনন্দ অভিশাপ
পথ নিয়ে গেছে নিযুত ইতিহাস
তবু সীমান্তে পৌছেনি কেউ
বন্দর সেতো বন্দরই থেকে যায়
শুধু মানুষ হারায়... আর নদী জল।