প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০০:০০
মনে রেখো আমাকে তোমরা মনে রেখো
ভুল করে অথবা ভুল না করেই মনে রেখো।
আমি নবী রাসুল অবতার ছিলাম না
দিগি¦জয়ী বীর আলেকজান্ডার দ্য গ্রেট ছিলাম না।
সক্রেটিস হোমার রবীন্দ্রনাথ ছিলাম না
আমি আগ্রার তাজমহল বানাইনি
চেঙ্গিস হালাকু খাঁ হয়ে লোকালয় ধ্বংস করিনি
তবু মনে রেখো আমাকে মনে রেখো
ভুল করে অথবা ভুল না করেই মনে রেখো।
আমি তো মানুষ ছিলাম তোমাদেরই মতো
রোদে পুড়েছি কুয়াশায় ভিজেছি
জ্যোৎস্নার জলে গা ডুবিয়ে স্বপ্ন বুনেছি
আমার চোখে প্রেম ছিলো ঘৃণা ছিলো
বুকে পিঠে কষাঘাতের ক্ষতচিহ্ন ছিলো
লালনের একতারা হাতে মানবতার গান আমিও গেয়েছি
তাই মনে রেখো আমাকে তোমরা মনে রেখো
ভুল করে অথবা ভুল না করেই মনে রেখো।
আমারও সাজানো সংসার ছিলো, স্ত্রী-সন্তান ছিলো
অট্টহাসিতে গড়িয়ে পড়ার মতো নিকোনো উঠোন ছিলো
যাপিত জীবনের কথা-ক্রোধ-ক্ষোভ আর
ভালোবাসার গল্প আমিও লিখেছি কিছু
তাই মনে রেখো আমাকে তোমরা মনে রেখো
ভুল করে অথবা ভুল না করেই মনে রেখো।
* তছলিম হোসেন হাওলাদার সদ্য প্রয়াত। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনে তাঁর কবিতাটি প্রকাশ করা হলো।