প্রকাশ : ১২ জুন ২০২৩, ০০:০০
আনন্দনগরে আছে উৎফুল সুখের-বিতান
ঝাড়-লণ্ঠন-বেলোয়ারি
রঙমাতি, উৎসবে সারা দীর্ঘ পুলিন
বিকিনি-বসনা শত শত স্বর্ণমদিরায় কামনার লাল ঢালে সারারাত
নাচে ওরা, নাচায় হৃদয়!
আনন্দনগরে আছে অজস্র সুখের আলান-
চোখে যা সুধা আনে
শ্যামলসরণী, বাঁকে বাঁকে মীন ও মাংসের ডেরা
স্বর্ণঘোটকের পাল, পুষ্পময়ুরী, লাল-নীল পানের আধার
যারা ডুবেছে সেখানে অতিইচ্ছে বা অনাচারে
ওদের ঠোঁটের রঙের নিচে রক্ত দেখেছি আমি-
নীলরাতে যখন মাতাল চোখগুলো বুকের তুফানে ছিল থির;
দেখেছি সেখানে, কেউ কেউ সাঁতরায় জীবনের নদী-
অসুখের উল্লাসে মেতে!
আল-রিগা স্ট্রিট, দুবাই। ১৮.০৩.২০২২