প্রকাশ : ১২ জুন ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
ঘুরে ঘূর্ণিতলাটে লক্ষ দিন গেছে-
পাইনি খুঁজে একটি মুখ, যে মুখ আমারি মতন
কামনার কালে যে হাত কম্পমান
যুগল ভ্রুর নিচে ভীরু চোখজোড়া, উদাসীন পা ফেলে হাঁটে যে রোজ
সুখের অতীত শুনে কাঁদে, ভাবে আর আমারি গানে তোলে তান!
দিঘল প্রাণলোকে এমন কেউ তো নেই
নেই কোনো বিকল্প আধার;
কোন লোকে থির হবো তবে
কার কাছে সঁপে যাবো অধীর প্রাণের খেল্, ইচ্ছাচার আর আমার বিরহ-ভাষণ;
এ এক শিরঃপীড়া- বিষম ব্যথার কারণ!
মহিলা সমিতি, বেইলি রোড। ০৮.০১.২০২৩