প্রকাশ : ১২ জুন ২০২৩, ০০:০০
সপরিবারে হত্যা শেষে, বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম যারা চিরতরে মুছে দিতে চেয়েছিলো
মোস্তাক, রশিদ, ডালিম আরও কিছু সীমারের নাম
একুশ শতকের এই উদ্দীপ্ত সময়ে একদিন অকস্মাৎ তারা ফিরে এলো ঢাকায়
৩২ নম্বরে, শাহবাগে, সোহরাওয়ার্দী উদ্যানের অলিন্দে
ওরা কেবল এদিক-ওদিক দেখছিলো একযোগে
ফিরে ফিরে মানুষের মুখের দিকে তাকাচ্ছে
কথা শুনছে :
পথে-ঘাটে দৃশ্যে-পরিপার্শ্বে সবখানে আজ গণরবে ধ্বনিত হচ্ছে শেখ মুজিবের নাম
চর্চিত হচ্ছে তাঁর গুণ ও বচন।
ওরা দেখলো, শেখ মুজিব বেঁচে আছেন বাঙালির হৃদয়ে
মুখে মুখে জীবনের জয়-জাগরণে
যাপিত দিনের চেয়ে আরও বেশি অর্থময় আবাহনে
ওরা আরও দেখলো, নিজেদের নামের পাশে জমে আছে ঘৃণার পাহাড়
উৎকট আবরণে ঢেকে আছে তাদের তলাট!
ক্ষমাহীন ছন্দহীন বিরাণ আজ তাদের বসতি!
শিল্পকলা একাডেমি, ঢাকা। ০৫.০২.২০২০