প্রকাশ : ১২ জুন ২০২৩, ০০:০০
তোমার দেওয়া নীল খামের প্রতীক্ষায় কত কাল
প্রত্যুষ পেরিয়ে সন্ধ্যার নীলাকাশ কিংবা গভীর রাত
কত অপেক্ষা, কত অস্থিরতা, ঘড়ির কাটার ঘূর্ণন
আর আমার হৃৎপি-ে তোমার প্রতিচ্ছবির দহন।
আসে আসে করে আর আসে না প্রতীক্ষার নীল খাম
সময় পেরিয়ে যায়, বাজতে থাকে আমার মৃত্যু ঘন্টা
আমি অপেক্ষার প্রহর গুণি হৃদয় দেওয়া নেওয়া খামের
কোনো দেখা মেলে না স্বপ্নগুলো এগিয়ে নেওয়া খামের।
একটি খামের অপেক্ষায় চলে যায় পুরোটা জীবন
স্তিমিত সকল প্রত্যাশা, বিকেলের নিস্তেজ সূর্যের মতো
হঠাৎ কোনো এক সকালে অন্তর্জালে ভেসে এলো বার্তা
অবেশেষে আমার দরজায় কড়া নাড়ল স্বপ্নের নীল খাম
আর তখন আমি এক লিখিত চুক্তিতে মৃত্যু শয্যায়!